বগুড়ায় পর্নোগ্রাফি ভিডিও তৈরির সরঞ্জামাদি উদ্ধার; ২নারীসহ ৫

0

বিডি২৪ভিউজ ডেস্ক : র‌্যাব-১২’র অভিযানে বগুড়া সদরে পর্নোগ্রাফি (ব্লুফ্লিম) ভিডিও তৈরির সরঞ্জামাদি উদ্ধার; ২ জন নারীসহ ৫ জন আটক। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ২১/০২/২০২২ তারিখে বিকেল ১৭.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ ০৭ নং ওয়াডের রায় বাহাদুর রোড জলেশ্বেরী তলা ডেকান্স টাওয়ার এর ১০ম তলার ১০ এর ডি বাসায় এবং বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভাস্থ ০৯ নং ওয়ার্ড রিয়াজ উদ্দিন কাজী লেন সুত্রাপুর সাকিনস্থ রানী মহল নামীয় বিল্ডিং এর ৫ম তলার পশ্চিম পাশের ফ্লাট পৃথক অভিযান চালিয়ে পর্নোগ্রাফি (ব্লুফ্লিম) ভিডিও তৈরির সরঞ্জামাদিসহ ০২ জন নারীসহ ০৫ জনকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট থেকে পর্নোগ্রাফি (ব্লুফ্লিম) ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ০২ টি ল্যাপটপ, ০২ টি পেনড্রাইভ, ০২ টি আলোক সজ্জা লাইট, ০১ টি যৌন উত্তেজক ভাইব্রেশন যন্ত্র, ০১ টি সাউন্ড বক্স, ০১ টি বেল্টযুক্ত প্লাষ্টিকের কৃত্রিম পেনিস, ০১ টি চার্জার ব্যাটারী, ০২ টি এলইডি লাইট, ০৮ টি মোবাইল ফোন, ১৫ (পনের) পিছ ইয়াবা এবং পর্নোগ্রাফি তৈরী সংক্রান্তে নিয়োগের শর্তবলী চুক্তিনামা কাগজপত্র ১৫ পাতা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ আতাউর রহমান রানা (৪০), পিতা মৃত হাবিবুর রহমান মন্ডল, সাং-কালিগ্রাম, থানা-রানীনগর, জেলা- নওগাঁ, ২। মোঃ স্বপন (৩৯), পিতা মোঃ ঘুটু প্রামানিক, সাং- সাপগ্রাম মধ্যপাড়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া, ৩। মোঃ হানিফ প্রামানিক (২৫), পিতা মোঃ আবুল কালাম আজাদ, সাং- কয়া কুন্টি, থানা- আদমদিঘী, জেলা- বগুড়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই চক্রটি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পরস্পর যোগসাজস করিয়া তাহারা নিজেরা একে অপরে সাথে যৌনসঙ্গম করিয়া বিভিন্ন প্রকারের পর্নোগ্রাফি (ব্লুফ্লিম) ভিডিও ও স্থিরচিত্র ধারণ করিয়া ইন্টারনেট ওয়েব সাইট xhamster.com, প্রোফাইল Xxxxsnc এর মাধ্যমে প্রকাশ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এবং মাদক আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.