চুয়াডাঙ্গায় গন টিকাদান কার্যক্রম সফল করতে চুয়াডাঙ্গা পৌরসভা ব্যতিক্রমধর্মী প্রচারণা

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা গন টিকাদান কার্যক্রম সফল করতে চুয়াডাঙ্গা পৌরসভা ব্যতিক্রমধর্মী প্রচারণা চালাচ্ছে। গত দুই দিন ধরে বাউল গানের তালে তালে পৌরবাসীকে টিকাদানে উদ্বুদ্ধ করতে এ প্রচারণা চালাচ্ছে। আগামী ২৬শে ফেব্রুয়ারী সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় গন টিকাদান কর্মসুচী পালন করা হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ জেলার ৪ উপজেলায় ২৬শে ফেব্রুয়ারী গণ টিকার ১ম ডোজ দেয়া হবে। টিকাদানে মানুষকে উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গা পৌরসভা ভিন্ন আঙ্গিকে প্রচারনা শুরু করেছে। গত দুই দিন ধরে একটি জীপগাড়ীকে সুন্দরভাবে সাজিয়েছে। তারপর গাড়িতে চড়ে বাউল গানের শিল্পীরা গান পরিবেশন করছেন। গানের তালে তালে শিল্পীরা টিকাদানের সুফলতা বর্ণনা করছেন। অনেক জায়গায় উৎসুক জনতা গান শুনতে গাড়ীর আশে পাশে ভীড় জমাচ্ছে।

পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি টিকাদান কেন্দ্র স্হাপন করা হবে। প্রতিকেন্দ্রে ৩শ জনকে সিনোভ্যাক্সের টিকা দেয়া হবে। সে হিসাবে ২ হাজার ৭শ জনকে টিকা দেয়া হবে। এছাড়াও বর্তমানে পৌরভবনে ১২-১৮ বছর বয়সী ছেলে-মেয়েদের ফাইজারের টিকা দেয়া কার্যক্রম চালু রয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.