নীলফামারীতে টিসিবি পন্য ক্রয়ে উপচেপড়া ভীড়

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নিত্যপন্যের দাম বৃদ্ধির কারণে নীলফামারীতে টিসিবি পন্য ক্রয়ে উপচেপড়া ভীড় করেছে ক্রেতা।
সুবর্নজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ ট্রাকসেল কার্যক্রম টিসিবি পন্য বিক্রয় স্থানে শত শত পুরুষ ও মহিলা সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ২৩ ফেব্রুয়ারী বুধবার দুপুর নীলফামারী পলাশবাড়ী হাইস্কুল মাঠে অভি এন্টারপ্রাইজ, এর প্রোপাইটর সত্যেন্দ্রনাথ রায় মাধ্যমে টিসিবি পন্য বিক্রয় করা হয়।

বাজারের তুলনায় পন্যের দাম কম হওয়ায় লবন, চিনি, সাবান বিভিন্ন প্রয়োজনীয় নিত্যপন্য সরকারের নির্ধারিত দামে পন্য কিনতে বিপুল সংখ্যক বিভিন্ন পেশার মানুষ লাইনে দাঁড়িয়েছে। ডিলার জানান জেলা প্রশাসক যেখানেই পন্য বিক্রি করতে বলেন আমরা সেদিন সেখানেই পন্য বিক্রি করি। মানুষের চাহিদা অপ্রতুল কিন্তুু আমাদের মজুদ কম, একদিনে সরকারের বরাদ্দ তেল ছয়শত লিটার, পেয়াজ এক হাজার কেজি, চিনি৫শত কেজি, মুশুড়ডাল ৫ শত কেজি।নির্ধারিত দাম সয়াবিন ২ লিটার তেল, ২২০ টাকা, চিনি ১ কেজি ৫৫ টাকা, মুশুরডাল ১ কেজি ৬৫ টাকা , ৪ কেজি পেয়াজ ১২০ টাকা দরে বিক্রি করি। পলাশবাড়ী ইউনিয়নের ক্রেতা সামিউল রহমান, টুপামারী ইউনিয়নের মসিউর রহমান বলেন ম্যাক্সিমাম শহরের মানুষ টিসিবি পন্য বেশী কিনতো। আমরা গ্রামের মানুষ এই পন্য কিনতে পারতাম না। যদি টিসিবি পন্য প্রত্যন্ত এলাকার বাজারে গিয়ে বিক্রয় করতো তাহলে সরকারের ভাবমূর্তি আরোবৃদ্ধি পেত।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.