রাঙ্গামাটিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
রাঙ্গামাটি প্রতিনিধি : “গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান” এই প্রতিপাদ্যে দ্বিতীয় বারের মতো রাঙ্গামাটিতে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন। পরে র্যালিটি শহরের পৌরসভা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।
রাঙ্গামাটি জেলা পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ের আয়োজনে জেলাপ্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিসংখ্যানের গুরুত্ব দিন দিন বাড়ছে। সবকিছুর সঙ্গেই পরিসংখ্যান জড়িত। রাষ্ট্র কিংবা যেখানে যাই না কেন পরিসংখ্যান ছাড়া উপায় নেই। আমরা যে দায়িত্বটি পালন করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি যারা আছি সকলেই অনুধাবন করতে পারি বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. অহিদুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নুর উজ জমান, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মীর সিরাজুল ইসলাম চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন।