সারিয়াকান্দির এটিও’র বিরুদ্ধে গৃহবধূকে প্রাণনাশের হুমকির অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) মো: আল আমিনের বিরুদ্ধে এক গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

প্রাণনাশের হুমকির বিষয়ে বিস্তারিত জানিয়ে গত ২১ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন শামিমা হক নামে ওই গৃহবধূ।
যার নং ১৪০৭।
এতে বলা হয় , জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে সহকারী শিক্ষা অফিসার আল-আমিন এবং
গৃহবধূ শামীমা হকের পূর্ব বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে সহকারী শিক্ষা অফিসার আল-আমিন গত বছরের ১ মে ওই গৃহবধূকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গৃহবধূ এর প্রতিবাদ করলে সহকারী শিক্ষা অফিসার আল-আমিন তাকে প্রাণনাশের হুমকি দেন। এই হুমকিতে ভীত-সন্ত্রস্ত হয়ে এবং পারিবারিকভাবে মীমাংসার অপেক্ষায় থেকে কোনো প্রতিকার না পেয়ে অবশেষে থানায় অভিযোগ করেছেন গৃহবধূ শামিমা হক।
এ ব্যাপারে জানতে ফোন করলে সহকারী শিক্ষা অফিসার মো: আল-আমিন ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.