পাবনা জেলা পরিষদের উদ্যোগে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

0

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা পরিষদের আয়োজনে “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ চত্ত্বরে জেলা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্ত্রী উপলক্ষে মুক্তিযুদ্ধোর স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা “ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সর্ম্পকে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে পাবনা বিভিন্ন পর্যায়ের শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, শিক্ষাবিদ প্রফেসর মীর্জা মোহাম্মদ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, এ্যাড. শাহ আলম, জেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী তালুকদার, এ্যাড. খন্দকার আব্দুর রকিব, সাংবাদিক আব্দুল হামিদ খান প্রমূখ। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান। সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়ায়ে দিতে হবে। আলোচনা সভাশেষে জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খানের নেতৃত্বে পাবনা বিভিন্ন পর্যায়ের শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.