পাবনায় ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপিত
রফিকুল ইসলাম সুইট : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় পাবনা জেলা প্রশাসন, জেলা পরিষদ,পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, গণপুর্ত, সড়ক ও জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি-পেশার মানুষ পাবনা জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুর্ষ্পর্ঘ অর্পন করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরুস্কার বিতরণএবং আলোচনা সভা আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, ডিডিএলজি মোকলেসুর রহমান, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা আফরোজা আকতার, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, হাবিবুর রহমান, চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, সংবাপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহরাজ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আহমেদ, জেরা সমাজ সেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেল সুপার শাহ আলম খান, ইসলামিক ফাউন্ডেমনের ডিডি ইমামুল ইসলাম, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল ইসলাম, বাসস ও ভোরের কাগজ রফিকুল ইসলাম সুইট, পাবনা নাসিং কলেজের অধ্যক্ষ মাহবুবা খাতুন, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর ইউএনও তহমিনা আকতার রেইনা প্রমূখ।বিকেলে রশিদ হলে পূরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার দলীয় কাযালয়ে জেলা আওয়ামীলীগ সকালে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচী পালন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাযথ মর্যাদায় পালন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’এ ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পাবনা পৌরসভা নানা কর্মসুচী পালন করে। বিকেলে স্বাধীনতা চত্তরে পৌর মেয়র শরীয় উদ্দিন প্রধান এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা ইদ্রিস বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার প্রমূখ।