মনোহরদীর ফসলের মাঠের জমি থেকে শ্যালো চুরির হিড়িক

0

সাইফুর নিশাদ, নরসিংদী প্রতিনিধি : চলতি বোরো মওসুমে ফসলের মাঠের জমি থেকে সেচ কাজে নিয়োজিত শ্যালো মেশিন চুরির হিড়িক পড়েছে।রাত জেগে মাঠ পাহারা দিয়েও রোধ করা যাচ্ছে না চুরি। আবার চোর ধরেও বিপাকে রয়েছেন কেউ কেউ।

গত মঙ্গলবার রাতে মনোহরদী উপজেলার ডোমনমারা গ্রাম সংলগ্ন বেড়াপুরা মাঠের বোরো জমিতে সেচকাজে নিয়োজিত একটি শ্যালু মেশিন চুরি হয়।শ্যালুর মালিক হাসেন আলী মাত্রই সেচ দিয়ে আবারও সেচ দিতে গিয়ে শ্যালু মেশিনটি উধাও দেখতে পান। এ নিয়ে শোরগোল চলাকালে পাশের পীরপুর গ্রামের মাঠেও চোরের উপস্থিতি টের পাওয়া যায় বলে গ্রামবাসী জানান। উপর্যুপরি শ্যালু চুরির ফলে রাত জেগে মাঠ পাহারা দেয়ার সময় পীরপুর গ্রামের আবু তাহের ধাওয়া করে ফসলের মাঠ থেকে এক যুবককে চোর সন্দেহে আটক করেন। আবু তাহের জানান, ইতোপূর্বে একই মাঠ থেকে তার সেচকাজে নিয়োজিত দু’ দুটি শ্যালু মেশিন চুরি হয়। ফলে তিনি অন্যদের সহয়তায় হানিফ(১৭) নামের এক যুবককে আটকে সমর্থ হন।চোর তাকে এর পরিনতিতে কিভাবে মাঠে তার শ্যালু মেশিন থাকে তা দেখে নেবে বলে শাসিয়েছে বলেও জানান তিনি ।পরে পুলিশ এলে চোর ছাড়া পায় বলে আলাপকালে গ্রামবাসী জানিয়েছেন। ইতোপূর্বে পীরপুর উজানপাড়া গ্রামের একই মাঠ থেকে মফিজ উদ্দীনের একটি ও রুহুল আমিনের একটি শ্যালু মেশিন জমিতে সেচকাজে নিয়োজিত থাকা অবস্থায় চুরি হয়ে যায়।এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিডি২৪ভিউজ কে জানান, তিনি ছুটিতে ছিলেন। বিষয়টির ব্যাপারে খোঁজ-খবর নিয়ে তিনি দেখবেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.