নেত্রকোণায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বর্ষপূর্তি পালন
মেহেদী হাসান আকন্দ: দুই যুগে পা রেখেছে দেশের শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে কেক কাটেন নেত্রকোণা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম খান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খানের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নেত্রকোণা প্রতিনিধি আলপনা বেগম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। পত্রিকাটির সমৃদ্ধি ও নেত্রকোণা প্রতিনিধি আলপনা বেগমের সফলতা তিনি কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ প্রতিদিন কোটি কোটি মানুষের হৃদয় জয় করে আলোড়িত করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও প্রকাশিত হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। এটা একটা ইতিহাস। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল বলেন, সারা পৃথিবীর কাছে বাংলাদেশ প্রতিদিনের যে সাফল্য, আশা করি তা ধরে রাখবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভ‚মিকা পালন করবে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের ইতিহাস তুলে ধরবে সেই প্রত্যাশাই করছি।