নীলফামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৭ পরিবারের ৭৫ ঘর পুড়ে ছাই

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সোনরায় সংঙ্গলসী ইউনিয়ন ২৭ পরিবারের ৭৫ ঘড় পুরে ভস্মীভুত হয়েছে। ঘটনা সোমবার দুপুর ৩ ঘটিকায় সময়, সোনারায় ইউনিয়নের বক্সিপাড়া ৬ নং ওয়ার্ডে।এলাকার শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, আবেদ আলীর রান্না ঘরের চুলার আগুন থেকেই ঘটনার সুত্রপাত।এবং মুহূর্তেই এলাকায় আগুন ছরিয়ে পড়ে।খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেডের দুইটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সংশ্লিষ্ট ইউপি সদস্য ফিরোজ আলম বাবু জানান, ধান, চাল, আসবাব পত্র, নগদ অর্থসহ প্রায় পঞ্চাশ লক্ষর অধিক খয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পরিবার গুলো সবাই, নিম্ন আয়ের, সবাই শ্রম বিক্রি করে জিবিকা নির্বাহ করে। সোনরায় ইউপি পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ বাড়ি পুড়ে যাওয়ার বিষয় স্বীকার করেন,এবং বলেন প্রতি পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদে এক হাজার করে টাকা,শুকনা খাবার প্রদান করা হয়েছে,ক্ষতির পরিমাণ নিরুপনের কাছ চলছে।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন স্থান পরিদর্শন করে নির্বাহী অফিসার সহ তাৎক্ষণিক ভাবে ক্ষতি গ্রস্থ পরিবার গুলোকে নগদে ১ হাজার করে টাকা দুটি করে কম্বল, শুকনা খাবার বিতরন করি। স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপির পক্ষে ঘটনা জেনে ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের মাঝে নগদে দুই হাজার করে টাকা, দুটি করে কম্বল বিতরণ করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.