কাপ্তাই বারঘোনিয়া তনচংগ্যা পাড়া শ্মশানে উপ সচিব বিদুষী চাকমার দাহ কার্য সম্পন্ন

0

মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব, বিসিএস প্রশাসন ক্যাডারের ২০ তম ব্যাচের চৌকস কর্মকর্তা বিদূষী চাকমাকে ১৯ মার্চ দুপুর ২ টা ২০ মিনিটের সময় বারঘোনিয়া শ্মশানে দাহকালে চোখের জলে বিদায় জানালেন তাঁর স্বজন, বন্ধু বান্ধব এবং শুভানুধ্যায়ীরা।

জানা যায় গত ১৮ মার্চ শুক্রবার ভোর ৫টা ১ মিনিটে ঢাকার পান্থপথের বি আর বি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তিনি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর স্বামী রাজেন্দ্রলাল তালুকদার বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার পদে কর্মরত আছেন। তাঁর একমাত্র মেয়ে সুস্মিতা তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করেছেন।

তাঁর মৃত্যুতে কাপ্তাই – চন্দ্রঘোনা ফোরাম সহ সমবয়সী,বন্ধু মহল, পরিবার পরিজন এবং শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের মাতব বইছে। এদিকে শনিবার কাপ্তাই উপজেলার কেপিএম চন্দ্রঘোনা তালুকদার পাড়ায় তাঁর মরদেহ নিয়ে আনা হলে সর্বস্তরের পক্ষ হতে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এইসময় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ হতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তি সময় তালুকদার, ওয়াগ্গা ১০০নং মৌজা হেডম্যান অরুণ তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জটিল তনচংগ্যা, রাহুল মেম্বারসহ আরো অনেকেই তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.