পাবনায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

0

রফিকুল ইসলাম সুইট : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পাবনায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে পাবনা জেলা প্রশাসন, জেলা পরিষদ,পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভা, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা মেডিকেল কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, গণপুর্ত, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, সড়ক ও জনপথ, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজ, জেলা বিএনপি, পাবনা প্রেসক্লাব, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ, পাবনা সংবাদ পত্র পরিষদ, জেল সুপার , ইসলামিক ফাউন্ডেশণ, জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ড্রামা সর্কেল, থিয়েটার ৭৭, গণমঞ্চ, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘দুর্জয় পাবনা’ এ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১ বার তপধ্বনী, কুজকাওয়াজ, শুটিং প্রতিযোগীতা, আলোক সজ্জা, দোয়া মাহফিল, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, পুরুস্কার বিতরণএবং আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা দেয়া হয়।

জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, হাবিবুর রহমান, চন্দন কুমার চক্রবর্তী, আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ মির্জা মো. শহীদুর ইসলাম প্রমূখ।

জেলা আওয়ামী লীগ রাত ১২.০১ মিনিটে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ও দুর্জয় পাবনায় পুষ্পার্ঘ অর্পণ, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচী পালন করে। বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা চত্ত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে দলীয় কার্যালয়ে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসনি জলি, আওয়ামী লীগ নেতা মো. শহীদুল্লাহ, আসম আব্দুর রহিম পাকন, শাওয়াল বিশ্বাস, অধ্যাপক আমিরুল ইসলাম, এ্যাড, তসলিম হাসান সুমন, শাজাহান মামুন, কৃষক লীগ নেতা শহীদুর রহমান শহীদ, তৌফিক উল আলম, যুবলীগ নেতা শিবলী সাদিক, মহিলা আওয়ামী লীগ নেতা শামসুন্নাহার রেখা, যুবমহিলা লীগের আরেফা খানম শেফালি, কনা, আইরিন কিরিয়া কেকাসহ আওয়ামী লীগ , যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাবনা পৌরসভা দিবস উপলক্ষে নানা কর্মসুচী পালন করে। সকালে দুর্জয় পাবনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, দোয়া মাহফিল, আলোক সজ্জা, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালন করে। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হক, সচিব দুলাল উদ্দিন, প্রকৌশলী ওবায়দুল হক, প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমূখ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসুচী পালন করে। দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান পাবিপ্রবি পরিবার। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, পরিবহন প্রশাসক, গেস্ট হাউজ প্রশাসক, বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সকল উপজেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করছেন সভাপতি রেজাউল রহিম লাল ও নাদিরা ইয়াসমিন জলি এমপি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.