নীলফামারীতে ধর্ষণের দায়ে ১ নানা র যাবজ্জীবন কারাদণ্ড

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ৫ম শ্রেণির  স্কুল ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে নানা  সিরাজুল কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে  নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল – ২ এর বিচারক। মামলার বিবরণে জানাগেছে ডিমলা পূর্ব ছাতনা ইউনিয়নের মোহাম্মদ নুর ইসলামের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মনি আক্তার। ২০১৯ সালের ১১  ই মার্চ  দুপুরবেলা  ৮০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে জোর পূর্বক ধর্ষণ করে একই এলাকার নানা মৃত জাবেদ আলীর পুত্র  সিরাজুল (৫০)।অতিরিক্ত রক্ত ক্ষরন ও তিব্র ব্যাথায় তাকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করে উন্নত চিকিৎসার জন্য  নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মেয়ের বাবা মোঃ নুর ইসলাম।
মামলা নং- নাঃ শিঃ নিঃ ১১৩/১৯।

৩ বছর চলা এ মামলায় সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আসামী সিরাজুল এর বিরুদ্ধে ৯/(১) ধারা প্রমানিত হওয়ায়  আজ (২৮ মার্চ সোমবার )  দুপুর সাড়ে ১২ টার সময় নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর  বিজ্ঞ বিচারক  মোঃ মাহাবুবুর রহমান  আসামিকে   যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর স্পেশাল পি পি রমেন্দ্রনাথ বর্ধন ( বাপি)। তিনি বলেন  এই কাংখিত রায়ের ফলে আইনের প্রতি শ্রদ্ধা  বেড়ে যাবে সাধারন মানুষের।  সাক্ষ্যপ্রমাণে অপরাধী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। এলাকা বাসীর  দাবি ছিল লম্পট নানার শাস্তি ।পূর্ব ছাতনাই ইউনিয়ন বাসী এ রায়ে স্বস্তি ফিরে পেয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.