নৌকার মাঝি হতে পারেন গরীবের বন্ধুখ্যাত বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ও মাষ্টার মোহাম্মদ উল্লাহ

0
ইয়াছিন আরাফাত কক্সবাজার থেকে : নৌকার মাঝি হতে পারেন গরীবের বন্ধুখ্যাত বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ । আগামী বছরের মার্চ-এপ্রিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রথম ধাপের ভোট গ্রহণ মার্চের মাঝামাঝি হতে পারে। এই ঘোষণার সাথে সাথে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বইতে শুরু করেছে ইউনিয় পরিষদ নির্বাচনের হাওয়া। অপরদিকে যে কোন কৌশলী নেতৃত্বকে মোকাবেলা করে চমক দেখিয়ে নৌকার মাঝি হতে পারেন নিজের বুদ্ধিতে বলিয়ান আওয়ামী লীগ নেতা ও মাতারবাড়ী ইউপির বর্তমান চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলে এমন কথা শোনা যাচ্ছে।
তবে আওয়ামী লীগের জরিফদল গোপনে ও প্রকাশ্য জরিফ চালালে জনপ্রিয়তার সন্ধান পাবেন গরীবের বন্ধুখ্যাত মাস্টার মোহাম্মদ উল্লাহকে। কারণ হিসেবে জানাগেছে সর্বস্তরের মানুষ নিজের সুখ দুঃখ বেদনা মাস্টার মোহাম্মদ উল্লাহ’র কাছে সহজে উপস্থাপন করতে পারে।
তাই বর্তমান সরকারের পেষ্টিত ইস্যুর আসনে নৌকার মাঝি যদি মোহাম্মদ উল্লাহকে না দিলে আবারও ভরা ডুবির সম্ভাবনা আছে বলে মনে করেন রাজনৈতিকবোদ্ধরা। তাই নৌকার মাঝি আওয়ামী লীগ নেতা মাস্টার মোহাম্মদ উল্লাহকে দেওয়ার প্রাণের দাবি মাতারবাড়ী বাসিন্দাদের।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.