কোহোলিয়া নদী রক্ষার দাবীতে নদীর তীরে বাপা’র মানববন্ধন

0

ইয়াছিন আরাফাত কক্সবাজার থেকে : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখা এবং কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির যৌথ উদ্যোগে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে কোহেলিয়া নদীর পাড়ে মহেশখালীর কোহেলিয়া নদী রক্ষার দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মহেশখালীর কোহেলিয়া নদী রক্ষার দাবীতে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কোহেলিয়া নদী রক্ষা আন্দোলনের আহবায়ক সাংবাদিক আবুল বশর পারভেজ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সিনিয়র সদস্য সাংবাদিক আমিনুল হক । সদস্য আলাউদ্দিন আলো , সরওয়ার কামাল , ইউনুছখালী স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার এমরার সরওয়ার , মিজানুর রহমান , কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নুর কাদের , মিজানুর রহমান (২) সহ (বাপা) মহেশখালী শাখার সকল সদস্য ও স্থানীয় মৎস্যজীবিরা এতে উপস্থিত ছিলেন । সভাপতিত্ব করেন , জাহাঙ্গীর আলম মৎস্য অফিসার , মৎস্য অধিদপ্তর কার্যালয় মহেশখালী । উক্ত মানববন্ধনে সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সাধারণ সম্পাদক সংবাদকর্মী আবু বক্কর ছিদ্দিক । কোহেলিয়া নদী সংরক্ষণে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তারা দাবী জানান , অবৈধভাবে কোহেলিয়া নদীতে ২ কিঃমিঃ সড়ক নির্মাণ বন্ধ করতে হবে , নিয়ম ভঙ্গ করে কোহেলিয়া নদী ভরাট করা বন্ধ করতে হবে , নিরাপত্তার নামে নদীতে প্রবেশাধিকার বন্ধ করতে হবে , নদী দূষণের ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী ধ্বংস করা বন্ধ করা যাবে না , স্থানীয় জেলেদের জীবিকার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না , কোহেলিয়া নদী এবং তার সংশ্লিষ্ট সকল খাল বিল ধ্বংস করা যাবে না ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.