কুড়িগ্রামে বিশ্ব পানি দিবস পালন
আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : ভুগর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পানি উন্নয়ন
বোর্ড, কুড়িগ্রাম যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক চত্বর থেকে একটি র্যালি
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিলুফা সুলতানা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ভুগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর অবাধ ব্যবহার বন্ধ ও সংরক্ষণের উদ্যোগ না নিলে বাংলাদেশের মানুষ সুপেয় পানি সংকটে ভুগবে এবং দেশ একসময় মরুভূমিতে পরিণত হবে।