পাবনা জেলা প্রশাসনের নানা আয়োজনে বিশ্ব পানি দিবস উদযাপন

0

নিজস্ব প্রতিনিধি : ভূগর্ভস্থ পানি, “অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এই স্লোগানকে প্রতিপাদ্য করে সকাল দশটা থেকে পাবনা জেলা প্রশাসন বর্ণাঢ্য র‍্যালি ও জেলা প্রশাসকের মিলনায়তনে আলোচনা সভা ও প্রচারণার মাধ্যমে বিশ্ব পানি দিবস উদযাপন করে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আব্দুল হামিদ রোড প্রদক্ষিন করে কার্যালয়ে ফিরে আসে। অতঃপর মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আখতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আতিউর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সহকারী পরিচালক মোশাররফ হোসেন, উপ বিভাগীয় প্রকৌশলী মো শাহীন রেজা, খলিলুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, বিসিক শিল্প নগরীর ডি জি এম রফিকুল ইসলাম, ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, বি আর টি এর সহকারী পরিচালক আব্দুল হালিম, প্রবাসী কল্যাণ কর্মকর্তা আখলাখুজ্জামান প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান সাফল্যমন্ডীত করে। সভায় জননেত্রী শেখ হাসিনার শতবর্ষ পরিকল্পনা বাস্তবায়ন ও স্থায়ী পানি ব্যবস্থাপনার সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.