নীলফামারীতে বাংলা নববর্ষ পালনে প্রস্তুতি সভা

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে বাংলা নববর্ষ ১৪২৯ খ্রিস্টাব্দ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন -জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজারুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার,ডেপুটি কালেক্টরেট নেজারত মোঃ রমিজ আলম, সহকারী কমিশনার, নাহিদুল হক,সার্কেল এডজুটেন্ট জোসনা বেগম,চেম্বার অব কমার্স সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম ডাবলুসহ জেলায় কর্মরত অন্যন্যরা।

১ বৈশাখ ১৪২৯/১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন ইউনেস্কো কতৃক মঙ্গল শোভাযাত্রা কে গুরুত্বপূর্ণ, Intangible cultural Heritage এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বারোপ করে জেলা / উপজেলায় পহেলা বৈশাখ পালনের ন্যায় নীলফামারীতেও নববর্ষ উপলক্ষে বর্ণিল ভাবে উদযাপন কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা (বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু) সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.