বান্দরবানে প্রথমবারের মতো চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানে প্রথমবারের মতো চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ মে মঙ্গলবার বিকালে বান্দরবান জেলা পুলিশ সুপারের আয়োজনে বালাঘাটা লাইন্স মাঠে চট্টগ্রাম রেঞ্জ প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার জেরিন আক্তারের সভাপতিত্বে এই সময় ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ: আনোয়ার হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল হোসেন ,
এসময় অনুষ্ঠানে আরো অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বন্দরবান টুরিস্ট পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার বান্দরবান সদর সার্কেল রেজা সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ কুদ্দুস ফরাজী সহ পুলিশের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ মাহফুজুর রশিদ বাচ্চু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।
আজ বান্দরবান জেলা পুলিশ বনাম খাগড়াছড়ি জেলা পুলিশ এর মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে বান্দরবান জেলা পুলিশ ০২ গোলে খাগড়াছড়ি জেলা পুলিশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য যে এই প্রথমবারের মতো পুলিশ সুপার জেরিন আক্তার এর তত্ত্বাবধানে বান্দরবান পার্বত্য জেলায় চট্টগ্রাম রেঞ্জের এই খেলা অনুষ্ঠিত হয়েছে আর এই খেলায় বান্দরবান জেলা বিজয়ী হওয়াতে সকল বান্দরবান জেলার পুলিশ কর্মকর্তাসহ পুলিশ সদস্য বৃন্দ সকলে গর্বিত। ভবিষ্যতে এধরনের আরো ভালো ভালো টুর্নামেন্ট বান্দরবান জেলায় অনুষ্ঠিত হবে এবং বান্দরবান জেলা পুলিশ ভালো সফলতা অর্জন করবে এটা সকলের প্রত্যাশা।