নীলফামারীতে জমি বিরোধের ঘটনায় এক নারী গুরুতর আহত
সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জমি নিয়ে বিরোধের জেরে ভূমিদস্যুদের আক্রমনে স্বামী-স্ত্রী আহত হয়েছে। এর মধ্যে স্ত্রী গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার পিলার ডাঙ্গাপাড়া এলাকায়। পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার উদ্দ্যেশ্যে তাদের উপর আক্রমন হয়েছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার ভুক্তভোগী মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. সৈয়দ আলী (৫৫)। একই এলাকার মো. ডাবলু (৪২), রিপন (২২), মো. মেহেদী (২০), মো. সিকছট (৪৫), মো. সামাদুল (৪৮), মো. লিখন (১৯) ও সফিকুল ইসলাম তাদের উপর সংঘবদ্ধভাবে আক্রমন করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সৈয়দ।
তিনি জানান,‘গত ১০ মে দুপুরে আমি পিলার বাজারের চায়ের দোকানে চা খাচ্ছিলাম এসময় ডাবলু সহ তার সন্ত্রাসী বাহিনীরা আমাকে দেখে অকথ্য ভাষায় গালি দিতে থাকে।
ঘটনার এক পর্যায়ে সন্ত্রাসী ভূমিদস্যুরা আমাকে বাশের লাঠি দিয়ে এলোপাথারি মারতে থাকে এবং হত্যার উদ্দ্যেশ্যে আমার গলা চিপে ধরে। আমার চিৎকারে আমার স্ত্রী মোছা. রেজি বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার শ্লীলতাহানীর চেষ্টা করে এবং তাকে এলোপাথারি মারতে থাকে। এসময় সন্ত্রাসী বাহিনীর প্রধান ডাবলুর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমার স্ত্রীকে হত্যার উদ্দ্যেশে মাথায় চোট মারলে আমার স্ত্রী মাথা সরিয়ে নিলে তার কপালে ধারালো অস্ত্রের আঘাত লেগে গুরুতর আহত হয়।’
তাদের চিৎকারে স্থানীয় রহিদুল ইসলাম, নাজমুল, মাজেদুল ইসলাম, আতিকুল ইসলাম, রাশেদা বেগম এগিয়ে আসলে অভিযুক্তরা স্বামী-স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে জানান উপরুক্ত স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। ভুক্তভোগী মো. সৈয়দ আলী (৫৫) বলেন,‘ আমার স্ত্রী গুরুতর আহত হওয়ায় এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নিতে একটু আমার দেরি হচ্ছে। ইতিমধ্যে আমি আইনি পদক্ষেপ নেওয়ার সকল প্রস্তুতি নিয়েছি।’এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলে কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’