ভবঘুরে মন্টু মিয়া ও আমেনা কে দুই জেলায় পুনর্বাসন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ লাইব্রেরি ও তাসনুভা ফাউন্ডেশনের সহযোগিতায় ভবঘুরে মন্টু মিয়া (৪২) ও আমেনা (৮৪) কে দুই জেলায় পুনর্বাসন করা হয়েছে। পাইকগাছা থানা সূত্রে জানা যায়, আমেনা দীর্ঘ প্রায় ৫০-৬০ বছর থানা অভ্যন্তরের একটি পরিত্যক্ত ঘরে বসবাস করছিল। যার ভরণ-পোষণ অদ্যাবধি পাইকগাছা থানাপুলিশ করেছে। অপরদিকে মন্টু এক বছরেরও বেশি সময় পাইকগাছার গোলাবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অসহায় ভাবে পড়েছিল। বিষয়টি অনির্বাণ লাইব্রেরী ও তাসনুভা ফাউন্ডেশনের সদস্যরা জানতে পেরে তাদেরকে খুঁজে বিভিন্ন সেবা দেয়। বিষয়টি সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র ও আইল্যান্ড প্রবাসী এস.কে শামীম অবগত হওয়ার পর অসহায় আমেনা ও মন্টুকে মাইক্রোবাসে করে শুক্রবার ময়মনসিংহ ও ফরিদপুর পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছেন। মন্টু ঝড় বর্ষা রোদ উপেক্ষা করে একই জায়গায় বসে থাকতেন। মন্টু কুকুর বিড়ালের সাথে ধুলাবালি মিশ্রিত মানুষের দেওয়া খাবার খেয়ে জীবনধারণ করত। অন্যদিকে আমেনার কোন আশ্রয় ছিল না। তিনি পাইকগাছা থানাতেই থাকতেন।