উলিপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

0

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে উলিপুর উপজেলায় ০৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬মাস থেকে ৫বছর বয়সী মোট ৬১৮২৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার নুরে জান্নাত রুমি, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, দেশব্যাপী পরিচালিত এই সময়োপযোগী উদ্যোগ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং একটি সুস্থ জাতি গঠনে সরকারি প্রয়াসকে সহায়তা করবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.