গৌরীপুরে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত
মো. হুমায়ুন কবির, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে ২৬মে বুধবার সকাল থেকে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যবিলিটিজ বিষয়ক উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড ডেভেলপমেন্টাল ডিজএ্যবিলিটিজ এর আয়োজনে গৌরীপুর উপজেলা পরিষদ পাবলিক হলে দিন ব্যাপী এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন-ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ (মহিলা) এর উপাধ্যক্ষ রেজাউল করিম।
একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক, ডা. রামকৃষ্ণ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, সালমা আক্তার রুবি, বোকাইনগর ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন প্রমুখ।
সভায় বক্তারা অটিজম বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। অটিজম শিশুরা অন্য শিশুদের মতোই শুধুমাত্র তাদের বিকাশ জনিত সমস্যা রয়েছে। তাই তাদের বাড়তি যত্নের আহবান পরিবারের প্রতি ও সামাজিকভাবে আরো দায়ীত্বশীল হওয়ার আহবান জানানো হয় তাহলেই তারা অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। সেই সাথে সকল বিদ্যালয়ে তাদের ভর্তি নিশ্চিত করতে ও তাদের প্রতি শিক্ষকদের বাড়তি যত্ন নেওয়ার আহবান জানানো হয়। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র-৩ রোজিনা চৌধুরী মিতুসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।