রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থায়ী-শুমারি-জরিপ কমিটির সভা সম্পন্ন

0

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : জনশুমারি ও গৃহগণনা- ২০২২ প্রথম ডিজিটাল শুমারি উপলক্ষে রাঙামাটিতে স্থায়ী শুমারি/জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৫ জুন) সকালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মামুন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, রাঙামাটি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো: নুর উজ জামান, সাবেক জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মহসিন রোমান প্রমুখ।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘জনশুমারি ও গৃহগণনা- ২০২২ অতীতের যে কোনো শুমারি অপেক্ষাকৃত অধিকতর গুরুত্ব বহণ করবে। আসন্ন জনশুমারি সফলভাবে সুসম্পন্ন করতে উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তা ও মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.