কুড়িগ্রামে মৃত জেলের স্ত্রীকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ প্রদান

0

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলা মৎস বিভাগের উদ্যোগে ব্রহ্মপূত্র নদে মাছ ধরতে গিয়ে নদীতে পরে নিহত জেলে সুমনচন্দ্র দাস (৭১) এর স্ত্রী নারায়ণী রানীর হাতে নগদ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় মৎস বিভাগের রাজস্ব বাজেট থেকে ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ প্রদান করা হলো। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সদর উপজেলা মৎস কর্মকর্তা ইসমত আরা প্রমুখ। গত ৭ জানুয়ারি সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের শিবু দাসের ছেলে সুমনচন্দ্র দাস সহযোগিদের নিয়ে ব্রহ্মপূত্র নদে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ ঝড় ও বাতাসের কবলে পরে নৌকা থেকে পরে যান সুমনচন্দ্র দাস। এসময় তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। ফলে তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.