বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জুলাই রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে মাসিক সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে মাসিক সভায় অতিথিরা বলেন পার্বত্য জেলা বান্দরবানের আইনশৃঙ্খলা রক্ষার সার্বিক তত্ত্বাবধানে প্রতি মাসে একবার এই সভাটি অনুষ্ঠিত হয় এবং এ সভার মাধ্যমে আমরা সকলের চেষ্টা করি বান্দরবান জেলার প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে এবং মুক্ত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করি। আমরা যদি সকলে মিলে বান্দরবান জেলাকে সুন্দর একটি জেলা হিসেবে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে সকলকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে এজন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা সহ দেশবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন। সকলের সার্বিক সহযোগিতা পাওয়া গেলে পার্বত্য জেলা বান্দরবান একদিন সবার কাছে জনপ্রিয় পর্যটন নগরী হিসেবে স্থান পাবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.