পাবনায় শিক্ষা সেক্টর প্ল্যান বিষয়ক কনসাল্টেশন সভা অনুষ্ঠিত
পাবনা প্রতিনিধি : এসডিসি-৪ লিঙ্কিং ঊইথ ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও শিক্ষা সেক্টর প্ল্যান বিষয়ক কনসাল্টেশন এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বাঁচতে চাই ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এবং এডুকেশন আউট লাউট প্রকল্পের সহায়তায় পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জ্যোষ্ঠ সাংবাদিক শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আব্দুল মতীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোহাম্মদ জালালুম বাঈদ। গণসাক্ষরতা অভিযানের উপ-কার্যক্রম ব্যবস্থাপক মোঃ আব্দুর রউফ কনসাল্টেশন সভার লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। সভায় পরিকল্পনার নানা বিষয়ক ডকুমেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইউেেস্কার কনসালটেন্ট ড. জিয়া- উস- সবুর।
সভায় শিক্ষা বিষয়ক বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা শবনম। সভায় মুক্ত আলোচনা শিক্ষার গুনগত মান উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন, আসিয়াবের আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুদ দাইন, আদিবাসি অপূর্ব কুমার সেন । সভার প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন সরকার ভিশন ২০৩০ সালের এসডিজি লক্ষ্য মাত্রা অর্জনের জন্য ব্যাপক কাজ করছে। তবে তিনি শিক্ষকদের নিষ্ঠার সাথে স্ব-স্ব দায়িত্ব পালন করার আহবান জানান। সাংবাদিক ও উন্নয়নকর্মি কামাল সিদ্দিকীর সঞ্চালনায় কনসাল্টেশন সভায় স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু।