বান্দরবানের বিভিন্ন পাহাড়ি ঝিড়িতে বিষ প্রয়োগ এবং ভূমি দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নে রাবার বাগান কোম্পানি কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের জমি জবরদখলসহ পাহাড়ের সেই এলাকার একমাত্র ব্যবহৃত পানির উৎস ঝিড়িতে বিষ প্রয়োগের প্রতিবাদে এবং ভূমি দস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

আজ ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান পার্বত্য জেলা তরুণ সমাজের উদ্যোগে সমাবেশের উদ্যোগে বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা বিএমএসসির সভাপতি অংসিংউ মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন
বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বান্দরবান জেলার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুরেশ ত্রিপুরা, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আহবায়ক কমিটির সদস্য জন ত্রিপুরা সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি ও ছাত্র সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন যারা পাহাড়ের পরিবেশ নষ্ট করে পাহাড়কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। যাতে আর কোন কুচক্রী মহল পাহাড়কে নষ্ট করতে না পারে সেজন্য সকল সচেতন মহলকে এক যোগে কাজ করার আহ্বান জানান ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.