কুড়িগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : ‘নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে কুড়িগ্রামে নারী র্ধষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলা খান। এসময় কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা আমির আলী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা অডিটরিয়ম হলরুমে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, পৌর কাউন্সিলর লতা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমডি ফয়জার রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, নারী সংগঠনের প্রতিনিধি ফরিদা ইয়াসমিন, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী শিক্ষক ফিরোজ মন্ডল। এছাড়াও সমাবেশে সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা বাবলু মিয়া,প্রনয় সরকার প্রিতম প্রমুখসহ জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিট পুলিশিং হাতিয়া ইউনিয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল মাহমুদ হাসান , এ এস আই সঞ্জয় কুমার দেব,সভাপতিত্ব করেন হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ ৷ বিট পুলিশিং ধরণী বাড়ি ইউনিয়নের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন,এ এস আই সোহাগ পারভেজ সভাপতিত্ব করেন ধরণিবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু প্রমুখ ৷ কুড়িগ্রাম জেলায় একযোগে ৭৮টি বিট পুলিশিং-এ সমাবেশ অনুষ্ঠিত হয়।