পাবনায় বিশ্ব সাদাছড়ি দিবস উৎযাপিত
রফিকুল ইসলাম সুইট : “ দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” ” এই শ্লোগানে পাবনায় উৎযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি দিবস ২০২২। অন্ধপ্রতিবন্ধিদের মাঝে সাদাছড়ি (স্মার্ট হোয়াইট ক্যান) বিতরণ করা হয়। শনিবার সকালে পাবনা জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও জেলা প্রতিবন্ধি সেবা ও সহায়ক কেন্দ্র এর আয়োজনে দিবসটি উৎযাপিত হয়। সকাল সকাল ১১ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ফারিস্তা করিম এর সঞ্চালনায় এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার, সিভিল সার্জন ডা. মনিসর চৌধরী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুল কবীর, পাবনা প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ, ডা. আসমাহুল হুসনা, দৃষ্ঠি প্রতিবন্ধি মো সারোয়র হোসেন, সাইফুল ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বালেন, প্রতিবন্ধিরা সমাজের বোজা নয় সম্পদ। টেকসই উন্নয়ন তরান্বিত করতে সমাজের এসব মানুষকে সম্পদে পরিনত করতে হবে।