কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ডে পালন

0

আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি :
‘মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন মাঠ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ।
পরে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এসময় বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং-এ আহবায়ক সাংবাদিক সফি খান, সদস্য সচিব অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, ডঃ আনোয়ার হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সলিডারিটি’র নির্বাহী পরিচালক হারুন অর রশীদ লাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, অধ্যক্ষ নুর বখত প্রমুখ।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে কুড়িগ্রাম পৌলসভার পৌর কমিশনার মাসুদুর রহমান মাসুদ ও শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক হিসেবে সদর থানার নাজমুস সাকিব সজিব কে পুরস্কৃত করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.