মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ সংরক্ষণের উপকরণ বিতরণ

0

মেহেরপুর প্রতিনিধি :  গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে দেশের পেঁয়াজের ঘাটতি পূরণের লক্ষ্যে মেহেরপুরে শুরু হয়েছে বারি-৫ জাতের পেঁয়াজ চাষ। আর এই পেঁয়াজ সংরক্ষণের জন্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ওয়েভ ফাউন্ডেশন। শনিবার দুপুরে মেহেরপুর নজরুল শিক্ষা মঞ্জিলে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীদের হাতে এ উপকরণ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে চাষীরা তাদের উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে উপযুক্ত দরে বিক্রি করে লাভবান হবেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ। প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ সিনিয়র মহাব্যবস্থাপক ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম।
সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত দেশে যে পেঁয়াজের ঘাটতি দেখা দেয় তা গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে পূরণের লক্ষ্যে মেহেরপুর জেলায় পেঁয়াজ চাষ ও সংরক্ষণ কর্মসুচী বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.