ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের প্রয়োজনে কাজ করতে হবে কাপ্তাই সুবর্ণ জয়ন্তী উৎসবে – দীপঙ্কর তালুকদার এমপি

0

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কয়লার ডিপু কেপিএম এলাকায় হরি মন্দিরের সুবর্ণ জয়ন্তী উৎসব ও শ্রী শ্রী হরি বিগ্রহ প্রতিষ্ঠার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী নানা মাঙ্গলিক কর্মসূচি বুধবার থেকে মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে।সুর্বণ জয়ন্তী উৎসবকে ঘিরে হাজারও ভক্তের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে উৎসবস্থল। এর আগে সমবেত যন্ত্র সংগীত ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ পরিবেশিত হয়। এতে ৫০ জন যন্ত্রশিল্পী অংশ নেন।

এ উৎসবে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি ২৯৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার-এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচি ১মার্চ বিকেল সাড়ে ৫ টায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দীপঙ্কর তালুকদার এমপি তার বক্তব্যে বলেন প্রতিটি ধর্ম মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়ে থাকেন, মানুষকে মঙ্গলময় কাজে মনোনিবেশ করতে বলে। সকল ধর্মই মানুষকে হিংসা নিন্দা ভুলে মানবিক মানুষ হতে শেখায়। তিনি আরো বলেন বলেন, ‘কেপিএম কয়লার ডিপু হরিমন্দিরের ৫০ বছর পূর্তি উৎসব চলছে বর্তমান সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় অসাম্প্রদায়িক চেতনা নিয়ে মন্দির, মসজিদ, কেয়াং,গীর্জাসহ বিভিন্ন উপাসনালয়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে পাশাপাশি বর্তমানেও উন্নয়ন ধারাবাহিকদার কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় কেপিএম মন্দিরেও উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে এবং আগামীতেও চলমান থাকবে।এর আগে তিনি মন্দিরের ‘সাধু নিবাসে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি ও কেপিএমের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে, কর্নেল মো. সাব্বির আহমেদ, কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন প্রমুখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.