শেরপুরে আরডিএ বগুড়াতে সেমিনার ও নারী উদ্যোক্তা মেলার আয়োজন

0

নিজস্ব প্রতিনিধি : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় “ডিজিট-অল: ইনোভেশন এন্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি” বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন।

একাডেমির অনুষদ সদস্যবৃন্দ ও বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ, এইচ, এম, কামাল এবং আলোচক হিসাবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব লাইফ এন্ড আর্থ সায়েন্সের ডিন ড. মো. রাহেদুল ইসলাম। একাডেমির পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারটির কনভেনর ও কো-কনভেনর হিসাবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে ড. শেখ মেহ্দী মোহাম্মদ, পরিচালক (খামার প্রযুক্তি) ও জনাব মো. মাজহারুল আনোয়ার, যুগ্ম-পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার)। সেমিনারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যকে নিয়ে একটি বর্ণাঢ্য রালির আয়োজন করা হয়। এছাড়া স্থানীয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চার দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.