পাবনায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ’র উদ্যোগে জেলহত্যা দিবস পালিত
পাবনা প্রতিনিধি : পাবনায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ,জেলা শাখার উদ্যোগে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিলে জাতীয় চার নেতার বিদেহ আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।এর আগে সকালে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার কার্যকরি সদস্য শেখ রাসেল আলী মাসুদ,র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডঃ শাহ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ পাবনা জেলা শাখার যুগ্ন সম্পাদক কামরুজ্জামান রকি,পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সদস্য শামিমা শিরিন,সাধারন সম্পাদক ও সদস্য শামিমা শিখা,দপ্তর সম্পাদক শরিফুল হক পলাশ,সদস্য সাংবাদিক আবুল কালাম আজাদ,সদস্য মনিরুজ্জামান রাসেল,জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা,সহ সভাপতি আইরিন কিবরিয়া কেকা,উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক রুমানা আক্তার মিতু প্রমুখ।