সরকারী প্রকল্পে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ মহেশখালীতে এসপিএম প্রকল্পে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ,দালালদের হাতে জিম্মি ক্ষতিগ্রস্তরা

0

ইয়াছিন আরাফাত, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া চায়না নির্মাণাধীন (এসপিএম) প্রকল্পে দূর্নীত, ক্ষতিপূরণ ও শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন ক্যাটাগরিতে স্থানীয়রা বঞ্চিত হওয়ায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শনিবার সকাল থেকে সন্ধান পর্যন্ত উপজেলার কালারমারছড়ার সোনাপাড়া- চিকনিপাড়া স্থানীয়রা এসপিএম প্রকল্পে যাতায়ত করার রাস্তায় বন্ধ করে দিয়ে ক্ষোভ জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
জানাগেছে, এসপিএম প্রকল্পের অধীনে সড়ক নয় , মাটির নিচ দিয়েই যাবে পাইপ, এই মর্মে তিন মাসের চুক্তিতে বসত ঘর ভেঙ্গে জায়গা ছেড়ে দিয়েছিল জমির মালিকেরা। কিন্তু সীমাহীন দূর্নীতির কারণে অদ্যবদি জমির মালিকদের কাছে তাদের জমি ছেড়ে না দেওয়ায় ক্ষতিগ্রস্তরা ক্ষুব্ধ হয়ে প্রকল্পে যাতায়াত পথে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ করেছে। এদিকে ক্ষতিগস্ত জমির মালিক আলমগীর জানান, পাইপ লাইনের জন্য তিন মাসের জন্য জমি নিয়ে এখনো তারা আমাদেরকে জমি ফিরিয়ে দিচ্ছে না, তাছাড়াও আমরা জমি হারিয়ে বেকার হয়ে পড়লেও স্থানীয়দের অগ্রাধিকার না দিয়ে দালালদের মাধ্যমে বহিরাগত শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে। তাই প্রতিবাদ জানায়। এদিকে এসপিএম প্রকল্পে সীমাহীন দূর্নীতির কারণে দুদক থেকে স্থানীয় কয়েকজন দালালকে তলব করলেও দালালেরা থেমে নেই। জব্দও করা হয়েছিল দালালদের ব্যাংক একাউন্ট। দুর্নীতি বিরুদ্ধেী অভিযান থেমে যাওয়ায় আবারও মাথা চড়া দিয়ে উঠেছে দালাল চক্রটি। অপরদিকে ভিন্ন কৌশলে তারা দালালি কাজ চালিয়ে যাচ্ছে। এবিষয়ে কার্যকরী কোন পদক্ষেপ না নেওয়ায় দালালরা বেপরোয়া হয়ে উঠছে দিন দিন। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান তারা (ক্ষতিগ্রস্তরা) বর্ষাকালে প্রকল্পের কাজের জন্য পানি ঢুকে তাদের কিছু ক্ষতিগস্ত হয়েছে। তারা তাদের দাবীতে সড়কে ব্যারিকেড দিয়েছিল। পরে সন্ধ্যায় ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে।
এবিষয়ে মহেশখালী থানার ওসি আব্দুল হাই এর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কেউ জানান নি বলে জানান। ###

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.