পাবনায় ১৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-১২
পাবনা প্রতিনিধি : পাবনা র্যাব কর্তৃক ১৩৬ (একশত ছত্রিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ ১০ নভেম্বর র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানার গাছপাড়া হইতে টেবুনিয়া গামী মহাসড়কের পাশের শফিক ফিড মিলস (রায় ফিড মিলস) মজিদপুর এর সামনে হতে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আক্তার হোসেন (৪৫), পিতা- মোঃ সোনা মিয়া, সাং- মজিদপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা, আসামী ২। মোঃ মাসুদ রানা (৩৭), পিতা- মোঃ মোজাহার শেখ, সাং- মজিদপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনাদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ১৩৬ (একশত ছত্রিশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।