পঞ্ছমুখী সমবায় সমিতি লি ও উদ্দীপন হেলথকেয়ারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

0

নিজস্ব প্রতিনিধি : পঞ্ছমুখী সমবায় সমিতি লিমিটেড ফরিদপুর জেলায় কর্মরত একটি গ্রাম সমিতি। পঞ্ছমুখী সমবায় সমিতি লিমিটেড এর ৫০০ সদস্য ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষাসেবা নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন উদ্দীপন হেলথকেয়ারের সাথে। এই চুক্তির মাধ্যমে পঞ্ছমুখী সমবায় সমিতি লিমিটেড এর সকল কর্মী ও সদস্য মাসিক মাত্র ১১২ টাকার বিনিময়ে পঞ্ছমুখী সমবায় সমিতি লিমিটেড এর শাখা অফিসে বসেই পাচ্ছেন ইসিজিসহ ১,৮০০ টাকা মুল্যের একটি বাৎসরিক স্বাস্থ্য চেক-আপ। সঙ্গে একজন মেডিসিন চিকিৎসকের পরামর্শ। সারাবছর ধরে অসুস্থ্য হলে একটি রোগের জন্য বছরে ৩ বার ১০,০০০/ (দশ হাজার) টাকার হাসপাতাল বিল সুবিধা- এই সুবিধা মাল্টিপল রোগের জন্য প্রযোজ্য। ১৮টা জটিল রোগের জন্য এককালীন ২৫,০০০/ (পঁচিশ হাজার) টাকার আর্থিক সাপোর্ট।

এছাড়া যেকোন কর্মী বা সদস্য দুর্ঘটনায় মারা গেছে ১০০,০০০/ (এক লক্ষ) টাকার আর্থিক সাপোর্ট, দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেলে ৫০,০০০/(পঞ্চাশ হাজার) টাকার এবং স্বাভাবিক মৃত্যু হলে ৫০,০০০/(পঞ্চাশ হাজার) টাকার আর্থিক সাপোর্ট।
উদ্দীপন হেলথকেয়ার পঞ্ছমুখী সমবায় সমিতি লিমিটেড এর প্রতি ৬,০০০ (ছয় হাজার) সদস্য ও কর্মীর জন্য একজন করে মেডিকেল অফিসার নিয়োগ দিবে যারা পঞ্ছমুখী সমবায় সমিতি লিমিটেড এর প্রতি ব্রাঞ্চে গিয়ে সদস্য ও কর্মীদের স্বাস্থ্য সেবা ও পরামর্শ দিবে এবং অফিসের পরেও টেলিমেডিসিনের ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিবে।

এই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্ছমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর রশিদ খান ও উদ্দীপন হেলথকেয়ারের প্রজেক্ট চিফ অলোক কুমার বিশ্বাস সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.