সাংবাদিকের ছেলে আশরাফুল ইসলাম মারুফ কাজী কোরআনের হাফেজ হলেন

0

বিডি২৪ভিউজ ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে কোরআনের হাফেজ হয়েছে সকলের প্রিয় মুখ মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী (১৬) নামের এক কিশোর। সে ঈশ্বরদী পৌর শহরের পূর্ব নূর-মহল্লার সাংবাদিক মুশফিকুর রহমান মিশনের ছেলে। আশরাফুল ইসলাম মারুফ কাজী সাড়া ইউনিয়নের ইলশামারী চৌধুরী পাড়ার
হিদায়াতুন নূর হাফেজিয়া মাদ্রাসা ও আবাসিক হিফজ বিভাগের ছাত্র।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে হিদায়াতুন নূর হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয়। মাদরাসা কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. আনিছুর রহমান আনিস। হিদায়াতুন নূর হাফেজিয়া মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম জিহাদ বলেন, মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী অসম্ভব একজন মেধাবী ছাত্র। এমন মেধা সবার হয় না। তিনি আরো বলেন, মো. আশরাফুল ইসলাম মারুফ কাজী প্রতিদিন ১০ ঘণ্টা পরিশ্রম করে পড়াশোনা করেছেন এই মাদরাসায়। মো. আশরাফুল ইসলাম মারুফ কাজীর বাবা মো. মুশফিকুর রহমান মিশন বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবাণীতে আমার ছেলে (১৬) বছর বয়সে দিনে কোরআনে হাফেজ হয়েছেন। এ জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি সেই সাথে আমার ছেলে মো. আশরাফুল ইসলাম মারুফ কাজীর জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। এবিষয়ে মো. আশরাফুল ইসলাম মারুফ কাজীর কাছে তার নিজের অনুভূতিটা জানতে চাইলে তিনি বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানিতে এবং মোহতামিম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম জিহাদ হুজুরের দোয়া ও সহযোগিতা ও আপনাদের ভালোবাসায় আজ আমি কোরআনের হাফেজ হয়েছি। হিদায়াতুন নূর হাফেজিয়া মাদরাসা কমিটির পরিচালক মো. আশরাফুজ্জামান বলেন, অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই মাদরাসা সুনামের সঙ্গে শিক্ষাথীদের আন্তরিকতার সঙ্গে আলেমে শিক্ষা দেওয়া হয়। হিদায়াতুন নূর হাফেজিয়া মাদরাসার উন্নয়নের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.