টাঙ্গাইলে অবৈধ প্রক্রিয়ায় ঔষুদ উৎপাদন করা এবং বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একজনকে এক বছরের কারাদন্ড সহ দুই লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেছে র‌্যাব

0

নিজস্ব প্রতিনিধি : “র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কর্তৃক অবৈধ প্রক্রিয়ায় ঔষুদ উৎপাদন করা এবং বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ জনকে ০১ (এক) বছরের কারাদন্ড সহ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থ দন্ড প্রদান করা হয়”। আজ ২৬ নভেম্বর টাঙ্গাইল জেলার সদর থানাধীন চরদিঘুলিয়া মের্সাস এভারগ্র্রীন ল্যাবরেটরীজ (আয়ু), সাকাইল প্রতিষ্ঠানে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান ও মোঃ সাইদুল ইসলাম এক্সিকিউটিভ ম্যাডিস্ট্রেট, টাঙ্গাইল কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার অবৈধ প্রক্রিয়ায় ঔষুদ উৎপাদন করা এবং বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখায় “দি ড্রাগস এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারার এর (অ) (আ) (ই) ধারা আমলে নিয়ে ২৭ ধারার অপরধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা” মোতাবেক অভিযুক্ত আসামী মোঃ আজিজুল হক (৫০), পিতাঃ মোঃ আবু সাঈদ, সাং- চরদিঘুলিয়া, থানাঃ টাঙ্গাইল সদর, জেলাঃ টাঙ্গাইল’কে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অনাদায়ে আরো ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং জেলহাজতে প্রেরণ করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.