আনোয়ারায় থানা পুলিশের উদ্যোগে সচেতনামূলক মাস্ক বিতরণ

0

শেখ আবদুল্লাহ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে  মহামারী করোনাভাইরাস দ্বিতীয় ধাপে সংক্রমণ প্রতিরোধে আনোয়ারায় থানা পুলিশ সচেতনামূলক মাস্ক বিতরণ কার্যক্রম করা হয়। ২৪ নভেম্বর মঙ্গলবার  বিকেলে উপজেলার চাতরী বাজারে কাঁচাবাজার, গাড়ির চালক ও জনসাধারণের মাঝে আনোয়ারায় থানা পুলিশ উদ্যোগে সচেতনামূলক মাস্ক বিতরণ করা হয় । এ সময় আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে যখন বেশি করে ঘরে থাকতে বলা হচ্ছে, সেই সময় মানুষকে সেবা দিতে রাস্তায় নেমে প্রায় সাড়ে ১২ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় অর্ধশত। তিনি আরো বলেন, করোনার মধ্যে বিভিন্নভাবে সেবা দিতে পেরে সাধারণ মানুষের ভালোবাসা এবং জনতার পুলিশ হিসেবে খ্যাতি পেয়েছে এই বাহিনী। এই ভালোবাসা ও খ্যাতি ধরে রাখতে সাধারণ মানুষের আরও কাছাকাছি যেতে চান তাঁরা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.