পাবনায় প্রায় ৪ হাজার মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান কার্যক্রম উদ্বোধন ।

সাবধানে, নিরাপদে ও শারীরিক দুরত্ব বজায় রেখে চললেই বাঁচার একমাত্র পথ । প্রধানমন্ত্রীর অনুদান প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে - সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

0

পাবনা প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে মসজিদ সমূহের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে পাবনা জেলার ৩৮৪২ টি মসজিদে প্রধামমন্ত্রীর অনুদান প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন পাবনার সহযোগিতায় এবং পাবনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছ পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি ।

এদিন সদর উপজেলার ৬৭৮ টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ বিতরণের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের অর্থ মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারীদের হাতে তুলে দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইমামুল হক, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, এমপির বিশেষ সহকারী শেখ রাসেল আলী মাসুদ, কামরুজ্জামান রকিসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবর্গসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম বলেন, পাবনা জেলায় ইসলামিক ফাউন্ডেশনের তালিকা অনুযায়ী ৩ হাজার ৮শ’ ৪২টি মসজিদে প্রধানমন্ত্রীর এই অনুদান প্রদান করা হচ্ছে। এই তালিকার বাইরে কোন মসজিদ বাদ পড়লে তারাও স্বস্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়নে এই অনুদানের তালিকায় আসবে। তিনি বলেন, বৃহস্পতিবার অনুদান বিতরণ কার্যক্রম শুরু হলো। ইতোমধ্যে পাবনার প্রত্যেক উপজেলাতে মোট ১ কোটি ৯২ হাজার ১০ হাজার টাকা পাঠানো হয়েছে। উপজেলা পর্যায় থেকে মসজিদগুলোতে স্থানীয় সংসদ সদস্যদের উপস্থিতিতে বিতরণ করা হবে ।

অনুদান প্রদানকালে প্রধান অতিথি গোলাম ফারুক প্রিন্স এমপি মসজিদের ইমাম ও কমিটির নেতাদের উদ্দেশ্যে বলেন, করোনা নিয়ে আতংক নয় বরং আপনারা মসজিদ থেকে মুসুল্লীদের সচেতনতামূলক বার্তা দিয়ে তাদের শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকার পরামর্শ দেবেন। তিনি বলেন, ধর্ম নিয়ে কোন গৌড়ামি করবেন না। অনেক ইমাম-মোয়াজ্জিন এবং ধর্মভীরুরা করোনাকে তুচ্ছ করে দেখছেন। কিন্তু করোনা আপনাকেও ছাড় দেবে না। করোনা ভাইরাস আপন পর বুঝে না, বুঝেনা পরিবার পরিজন। সাবধানে, নিরাপদে ও শারীরিক দুরত্ব বজায় রেখে চললেই বাঁচার একমাত্র পথ বলে জানান সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.