বাগেরহাটের তিনটি পৌরসভায় প্রার্থীদের আগাম গনসংযোগ

0

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধি : তুমুল উৎসব মুখর বাগেরহাটের তিনটি পৌরসভা প্রথম ধাপের নির্বাচনের তালিকায় বাদ পড়ায় অনেকেই খুশি,বাড়তি সময় পাচ্ছে প্রচার প্রচারনায়। দলীয় প্রার্থীরা তাকিয়ে আছে দলের মনোনয়নের প্রত্যাশায়।গনসংযোগ আর আগাম প্রচার প্রচারনায় সাজ সাজ মুখর যেন সর্বত্র।

বাগেরহাটের তিনটি পৌরসভায় একটিতেও নির্বাচন হচ্ছেনা প্রথম ধাপে এ সুযোগকে কাজে লাগিয়ে আগাম ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছে প্রর্থীরা লবিং শুরু করে দিয়েছেন দলীয় টিকেট জিতে নেয়ার অনেকেই।এবার পৌর নির্বাচনে মেয়র প্রর্থী এমন কী কাউন্সিলর প্রতিদ্বন্দিতার প্রার্থী তালিকা আসবে দলীয় নীতি নির্ধারকদের কাছ থেকে তাই সকাই তোড় জোড় চালাচ্ছে দলিয় টিকেট পাওয়ার জন্যে তবে অধিক সংখ্যক বিদ্রহী প্রার্থীর প্রতিদ্বন্দিতার আবাস পাওয়া যাচ্ছে।

বাগেরহাট জেলার আওতাধীন মোট তিনটি পৌরসভা বাগেরহাট সদর,মোংলা পোর্ট ও মোরেলগঞ্জ পৌরসভা এর মধ্যে বাগেরহাট ও মোংলা পোর্ট প্রথম শ্রেনীর এবং মোরেলগঞ্জ তৃতীয় শ্রেনীর পৌরসভা। বাগেরহাট পৌরসভা স্থাপিত হয় ১লা এপ্রিল ১৯৫৮ সালে এ পৌরসভায় তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ড সহ মোট ৯ টি ওয়ার্ড রয়েছে।ও এটি ২১-১-১৯৭২ সালে তৃতীয় শ্রেণীর এবং ১১-১১-১৯৯৩ দ্বিতীয় শ্রেণীর এবং ১২-৫-১৯৯১ সালে প্রথম শ্রেনীর পৌরসভায় উন্নিত হয়।আয়তন ১৫ হাজার ৮শ ৮৮ বর্গকিলোমিটার লোক সংখ্যা ৬৩ হাজার ১শ ১৭ জন ।

মোংলা পোর্ট পৌরসভা ১৯৭৫ সালে স্থাপিত হয় এর আয়তন ১৯.৪৩ বর্গ কিলোমিটার এটি তিন টি সংরক্ষিত মহিলা সহ মোট ৯ টি ওয়ার্ডে বিভক্ত।জনসংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৬শ ৬৬জন।বর্তমানে এটি প্রথম শ্রেনীর পৌরসভা।
মোরেলগঞ্জ পৌরসভা ৫-৮-১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে প্রায় ১৪৮৩ একর জায়গা জুড়ে এর ব্যপ্তি।মোট জন সংখ্যা ২১ হাজার ৭শ ১৮ জন এবং ভোটার সংখ্যা ১৩০০২ জন।এটি তৃতীয় শ্রেনীর পৌরসভা।

ভোটারদের চুল চেরা বিশ্লেষন আর চাওয়া পাওয়ার হিসেবে এখন এ পৌরসভা তিনটির পৌরবাসীর ভাগ্য নির্ধারিত হবে।তবে দলীয় প্রভাব প্রতিপত্তি আর বিবেচনায় এ পৌর নির্বাচন অত্যান্ত সংবেদনশীর বলে মনে করছেন সচেতন মহল। তারা পৌরসভার উন্নয়নের স্বার্থে দলীয় বিবেচনার বাইরে থেকে মেয়র কাউন্সিলরদের নির্বাচনের দাবী করে আসছেন। আগামী পাঁচ বছর পূর্ণ নাগরীক সুবিধা এবং সকল রাস্তা ঘাট পয়োনিস্কাশন সহ সকল সুযোগ সুবিধা নিয়ে থাকতে তারা ভোটের নতুন সমিকরন হিসেব কশছেন ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.