মেহেরপুরে এন্টিজেন টেস্টের উদ্বোধন

0

মেহেরপুর প্রতিনিধি : বহুল প্রতিক্ষিত আ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে মেহেরপুর। যাদের ঠান্ডা, কাঁশি, জ¦র বা করোনার উপসর্গ থাকবে শুধুমাত্র তাদেরই সদর সদর হাসপাতালে ফ্ল কর্নার চিকিৎসার জন্য আসছে সেখানে। সেখানে যাদের উপসর্গ রয়েছে চিকিৎসকদের পরামর্শ অনূযায়ী তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরিক্ষার আধা ঘন্টার মধ্যে ফলাফলও প্রদান করছে হাসপাতাল কতৃপক্ষ। তবে যাদের নেগেটিভ আসছে অধিকতর নিশ্চিতের জন্য তাদের নমুনা পাঠানো হচ্ছে পি.সি.আর ল্যাবে। দ্রুত ফলাফল পেয়ে খুশি রোগীরা। এর আগে এন্টিজেন টেস্টের জন্য একজন চিকিৎসক, একজন ট্যাকনেশিয়ান ও একজন অফিস সহকারীকে ঢাকাতে নিয়ে প্রশিক্ষন দেওয়া হয়েছে। এ টেস্টের জন্য রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছেনা কোন অর্থ।
হাসপাতাল কতৃপক্ষ বলছে টেস্টটি দ্রুত সম্পন্ন হওয়ার ফলে রোগীরা আসছেন চিকিৎসার আওতায়। ফলে রোগীর মাধ্যমে রোগটি ছড়ানোর সম্ভাবনাও কম থাকছে।
শনিবার সকাল সাড়ে ১১ টার সময় আ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন। উপস্থিত ছিলে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নাসির উদ্দীন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.