বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে উত্তাল পাবনা

0

রফিকুল ইসলাম সুইট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। এ ছাড়াও পাবনার সকল উপজেলায বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ।জেলার সর্বত্র চলছে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ, সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসুচী।
শনিবার রাতে ও রবিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যলয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপাপ্ত) রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক কামিল হোসেনের পরিচালনায় এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল হামিদ মাষ্টার,

শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন,সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ আজাদ, জেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রুহুল আমীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ জেলা যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে ভাংচুরকারী ও ইতিহাস বিকৃতিকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, একাত্তরে এ মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। ফের সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে দাঁতভাঙা জবাব দেয়া হবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করে মামুনুল হকেরা প্রমাণ করেছে তারা মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠী।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.