পাইকগাছায় মাদ্রাসা সুপার হাবিবুরের শাস্তির দাবীতে মানববন্ধন

0
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মাদ্রাসা সুপার হাবিবুরের শাস্তির দাবীতে মানববন্ধন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে রবিবার বেলা ১১টায় পৌরসভার সরল কেন্দ্রীয় মন্দিরের সামনে মেইন সড়কে এ কর্মসুচি পালিত হয়। এদিকে লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার ও ইমাম মোঃ হাবিবুর রহমানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার সকালে মাদ্রাসায় জরুরী সভা শেষে কমিটির সভাপতি আলহাজ্জ্ব বজলুর রহমান সুপারের অনৈতিক কার্যকলাপের নিন্দা জানিয়ে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করে সহকারী-সুপার আজগর আলীকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সভায় বর্তমান ও সাবেক কমিটি সদস্যরা, শিক্ষকরা উপস্থিত ছিলেন। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্জ্ব আঃ মজিদ সানা,মোমেল মোড়ল, রেজাউল করিম সহ অনেকে জানান, সুপার  হাবিবুর রহমান ইতোপুর্বে নারী কেলেঙ্কারীর অভিযোগে এ মাদ্রাসা থেকে চাকুরীচ্যুত হয়েছিলেন। এবারের শিশু ধর্ষনের ঘটনায় সে অর্থের বিনিময়ে পরিবেশ নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে নিজেরা করির বিভাগীয় সংগঠক আবুল খয়ের মজনুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি’র উপজেলা কমিটির সাবেক সভাপতি গুলজার রহমান, নিজেরা করির বিভাগীয় সংগঠক আবুল খায়ের মজনু, বিভাগীয় সমন্বয়ক স্বপন কুমার দাশ, সাইদুল ইসলাম, রাশেদুজ্জামান, রীনা মন্ডল, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, নরায়ন চন্দ্র মন্ডল, আশুতোষ মন্ডল, সবিতা ঢালী, তারকা সানা, মানবাধিকার কর্মী নিজাম উদ্দিন, এড. শফিকুল ইসলাম কচি,  যুবনেতা এমএম আজিজুল হাকিম, রোকেয়া পারভীন, ধর্ষিতার নানী হামিদা বেগম সহ অনেকে। উল্লেখ্য ৩০ নভেম্বর সকালে মাদ্রাসায় ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সুপার ও ইমাম মোঃ হাবিবুরের বিরুদ্ধে ধর্ষিতার নানী হামিদা বেগম থানায় মামলা করলে পুলিশ ঐ সুপারকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.