বাগেরহাটের মোংলায় সরকারী উপজেলা প্রশাসনের আয়োজনে ভাস্কর্য ভাংচুরকারীদের বিরুদ্ধে সমাবেশ

0

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট জেলা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর কারী দুষ্কৃতি কারীদের বাংলার মাটিতে ঠাই হবে না। বাগেরহাটের মোংলায় জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে প্রতিবাদ সভায় বক্তারা এ সব কথা বলেন। (১২ ডিসেম্বার) শনিবার সকাল ১১ টায় মোংলার উপজেলা পরিষদ কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদসভায় বক্তা রা এসব বক্তব্য দেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি নয়ন কুমার রাজ বংশী, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু হুরায়রা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।আয়োজিত সভায় সর্বস্তরের মানুষের সম্মিলিত ভাবে স্বাধীনতা ও দেশের বিরুদ্ধে বিদ্রহীদের প্রতিহত করার আহবান করা হয়। সভায় বক্তারা আরো বলেন দুস্কৃতিকারীরা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের মাধ্যমে দেশের সংবিধানের লংঘন করেছে এবং দেশের রাজনৈতিক অস্থিতিশীল করার পায়তারা করছে। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী জানান বক্তারা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.