নানা আয়োজনে বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন
রিমন পালিত ,বান্দরবান প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবানে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর বুধবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিশৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় সংগীতের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন করে পুষ্পস্তবক স্থাপন করে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । পরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পুলিশ বাহিনীর পক্ষ থেকে সালাম গ্রহণ করে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আক্তার। এসময় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সরকারী বেসরকারী উর্ধতন কর্মকর্তাবৃন্দ। শেষে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন ও দেশাত্মবোধক গানের মাধ্যমে বান্দরবানের বিভিন্ন জায়গায় দিবসটিকে পালন করা হয় প্রশাসনের পক্ষ থেকে।