বান্দরবানের লামায় বিরল প্রজাতির কাট বিড়াল উদ্ধার

0

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বিরল প্রজাতির এক উড়ুক্কু কাঠবিড়ালি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করছেন লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২০ইং রাত ৬টায় সময় লামা সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরে আলম হাফিজ এর কাছে হস্তান্তর করা হয়েছে। উড়ুক্কু কাঠবিড়ালিটি উদ্ধার করেন লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর। তিনি জানান, মঙ্গলবার বিকাল ৪টায় লামা পৌরসভার মধুঝিরি এলাকায় বসতবাড়িতে পালিত একটি বড় সেগুন গাছ কাটছিল তার নিয়োগ করা কয়েকজন শ্রমিকরা। গাছটি কাটা হলে গাছের গর্তে লুকিয়ে ছিল ৩টি উড়ুক্কু কাঠবিড়ালি। এ সময় ২টি উড়ুক্কু কাঠবিড়ালি উড়াল দিয়ে পালিয়ে যায়। ১টি উড়ুক্কু কাঠবিড়ালি চুপ করে বসে থাকে। তারা কাঠবিড়ালিকে উদ্ধার করে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.