পাবনায় সাড়ে ৬ লাখ শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে

0

পাবনা প্রতিনিধি : পাবনায় ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় পাবনার সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ কে এম আবু জাফর।

তিনি বলেন, হাম-রুবেলা টিকা শরীরে পুশ করতে হবে। সেহেতু এই কর্মযজ্ঞটি অত্যন্ত চ্যালেঞ্জের। তাই আমাদের সব দপ্তর থেকে দায়িত্বের সাথে কাজটি সম্পন্ন করতে হবে। পাবনা জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা: খায়রুল কবির ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা।

অনুষ্ঠানে জানানো হয়, পাবনা জেলায় ৯ মাস থেকে ১০ বছর কম বয়সী ৬ লাখ ৪২ হাজার ৬৫৪ জন শিশুকে এই টিকা দেয়া হবে। স্থায়ী ও অস্থায়ী ১ হাজার ৯১৪টি টিকাদান কেন্দ্রে ৭ হাজার ১১৬ সেশনে টিকা দেয়া হবে। এ জন্য ২১ হাজার ৩৪৮ জন স্বেচ্ছাসেবক, ১৪ হাজার ২৩২ জন টিকাদানকারী ও ২৫৫ জন তদারককারী নিয়োজিত থাকবেন। ক্যাম্পেইনের কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.